Wednesday, September 20, 2017

ক্যাবল কারে বসে মেঘ দেখা এখন বাংলাদেশে

******ক্যাবল কারে বসে মেঘ দেখা********
**********এখন বাংলাদেশে***********


রাঙ্গুনিয়ার ক্যাবল কারে প্রাণ ভাসুক মহাশূন্যে
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কোদালা বনবিট এলাকার সবুজ পাহাড় আর শান্ত লেকের উপর দিয়ে ২.৪ কিলোমিটার পথে চলাচল শুরু করলো ১২টি ক্যাবল কার।
এই পার্কের প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাশ জানান, গত এক বছরে সব কাজ সুচারুরূপে সম্পন্ন করে বৃহস্পতিবার ক্যাবল কার উদ্বোধন এবং সর্বসাধারনের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। ২.৪ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কারে চড়তে মাথাপিছু টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
শেখ রাসেল অ্যাভিয়ারি পার্কটি বাংলাদেশের একমাত্র পাখিশালা। এতে যোগ হয়েছে দেশি প্রজাতির পাখির পাশাপাশি আফ্রিকার পলিক্যান, ইলেকট্রাস প্যারট, সোয়ান, রিং ন্যাক, ম্যাকাউ, টার্কি। পাশাপাশি এই পার্কে ক্যাবল কার স্থাপন হওয়ায় দেশের মানুষের বিনোদন জগতে নতুন মাইলফলক রচিত হচ্ছে।
পার্কের অভ্যন্তরে সড়ক, লেক, রিটার্নিং ওয়াল, গেস্ট হাউজ, ফুট ব্রীজ, গুহা, পাখি, ময়ূরসহ বিভিন্ন দেশি-বিদেশি পাখির বিচরণের খাঁচা, অ্যামিউজমেন্ট, গোলঘর, দোলনা, স্লিপিং পয়েন্ট রয়েছে। আম, জাম, বহেরা, ডুমুর, জামরুল, আমলকি, হরিতকি, চাপালিশ, তেতুলসহ প্রায় অর্ধশত প্রজাতির দেশিয় ও বনজ জাতের ফলের চারা রোপনের মাধ্যমে পাখির খাদ্য উৎপাদনে সমৃদ্ধ করা হয়েছে
To visit here pl contact : RB Tours also AddressBD

Sunday, September 17, 2017

Travel & Tourism spot and guide in Nepal




Musical Adventure Trekking Pvt. Ltd is well known name in Nepal tourism industries. We are the government authorization tour operator in Nepal and we have been conducting trip since last decades. We are the team of professional and our team member are dedicate of experience leading tour and trek in Himalayan countries such as Nepal, Tibet, Bhutan & India.

Our trip always concentrating to support local community and helping to clean environment, where we operate our trip.



We always aiming to implement local products and hire local porter, Sherpa’s in that way we can directly help in their economics. As we are a responsible tour operator in Nepal, We never assume any activity that goes against the nature, environment, culture and society such as unregulated tourism. We believes that the nature beauty, multi-culture and our heritage passionate you then you will says, “ Naturally beauty once is not enough”
Our team is always concentrated of clean environments. During the camping treks we always use cooing gas and kerosene instead of firewood to cook the meal and rubbish is well disposed by our professional staff. Non-disposable rubbish is carried out with us for proper disposal. Always we use boiled water with purification tablets for drinking in order to minimize the rapidly growing pollution caused by plastic bottle.

Also get on AddressBD

Wednesday, September 13, 2017

Ed Murray's cousin accuses him of sexual abuse

Image result for Seattle mayor



A younger cousin of Seattle Mayor Ed Murray has become the fifth man to accuse the longtime politician of sexual abuse.
Murray announced plans to resign Wednesday hours after the allegations surfaced on Tuesday.
"I am announcing my resignation as mayor, effective at 5 p.m. tomorrow," Murray said in a statement. "While the allegations against me are not true, it is important that my personal issues do not affect the ability of our city government to conduct the public's business."
"I'm proud of all that I have accomplished over my 19 years in the Legislature, where I was able to pass what were at the time the largest transportation packages in state history, a landmark gay civil rights bill and a historic marriage equality bill.
Joseph Dyer, 54, said he was 13 years old when Murray sexually assaulted him for a year while they shared a bedroom in Dyer's mother's home on Long Island, New York in the 1970s.
A news conference scheduled for 11 a.m. to announce a deal for the redevelopment of KeyArena was abruptly canceled after The Seattle Times broke news of the new claims against Murray at the same time.
Dyer, now 54, explained his motivations for making public his accusations against Murray.
“I have come forward after these years to stand in support of Delvonn Heckard, the other accusers, and all sex abuse victims,” Dyer said in a declaration provided by attorneys for Heckard, whose sexual abuse claims against Murray first brought long-whispered allegations against the mayor to the fore.
“I am offering this declaration to rebut Murray’s claims that he never molested a child and/or the allegations against him were concocted as some sort of right-wing conspiracy,” Dyer continued. “I do not know any of the other victims mentioned in this statement, and I am not part of any conspiracy.”
Murray denied the allegations Tuesday morning in a statement to the Times, citing a family rift.
RELATED: Will sex abuse finding push council to boot Seattle mayor?
Murray's communications director Benton Strong wouldn't say why he was canceling the press conference.
"I'm just canceling the press conference," he said.
Mayoral candidate Jenny Durkan, who in June accepted Murray's endorsement for the office, called for him to step down in a statement released after noon Tuesday. She had previously stopped short of calling for his resignation, and didn't reject the endorsement in the newest statement.
"It is time for Mayor Murray to step down," Durkan said in the emailed statement. "I previously urged the Mayor to reflect deeply about whether he could continue to lead and what was in the best interests of the city. It's clear that it is in everyone's best interest for him to resign. As a parent, former public official and openly gay woman these allegations are beyond sad and tragic; no official is above the law. "
Four other men earlier this year accused Murray of sexual abuse in the 1980s when they were teens, some of them addicted to drugs and homeless. One of those men was Murray's foster son for a time.
The growing scandal pushed Murray, a progressive Democrat, to drop out of the mayoral race in May, but he has resisted calls to resign from city councilmembers, the city's Human Rights and LGBTQ commissions and others.
Heckard filed suit against Murray in early April, saying the mayor had paid him for sex dozens of times starting when Heckard was 15, addicted to drugs and homeless. Murray would have been in his early 30s at the time.
Three other men made similar accusations, one of whom filed a declaration in support of Heckard's claims.
RELATED: Seattle mayor drops out of race after sex abuse claims
Heckard then withdrew his claim in June, saying he planned to refile the lawsuit next year.
In July, the Times obtained a 1984 report by Oregon's Child Protective Services in which an investigator found that Murray had indeed abused Jeff Simpson, who had been in Murray's care as a foster child in Portland, where Murray lived at the time.
But citing Simpson's instability at the time, prosecutors ultimately opted to not pursue a criminal case against Murray.
When the report surfaced in July, Murray made much of the lack of criminal charges. He said instead that it offered no new evidence against him.
RELATED: Sex abuse suit against Seattle mayor: A timeline
Dyer said Murray lived with his family in Medford, New York, for about a year in the mid-1970s. Dyer claims he was regularly molested by Murray, who would have been in his teens at the time.
In his declaration, Dyer said it was “well understood and believed” that Murray was molesting children at a nearby orphanage.
Dyer also noted, correctly, that Murray has used the public platform provided him as mayor to respond to lawsuits brought against him as a private person. In doing so, Murray and his staff may have created an opportunity for Heckard and other accusers Murray disparaged to sue the city.
Despite two of the nine members of city council calling for his resignation and one calling for a committee to consider impeaching the mayor, no action was taken by city council.
Murray’s supporters, including mayoral frontrunner Jenny Durkan, have done a disservice to victims of child sexual abuse by refusing to speak out against the mayor, Dyer said.
“Speaking out confidently in favor of removing Murray from office is not ‘grandstanding’ – it is the right thing to do,” Dyer said in his declaration. “Murray is a child sex predator, and cannot be trusted. …
“I ask that Seattle’s elected officials have the courage to step up and do what is right, and remove Murray from office.”
Dyer described himself as being represented by Lincoln Beauregard, a Connelly Law Offices attorney representing Heckard. Dyer does not appear to have filed a lawsuit in the matter.

Sunday, September 10, 2017

এক নারীর দুই স্বামী, গর্ভের সন্তান নিয়ে হট্টগোল



এক তরুণী একসঙ্গে দুই স্বামীর সংসার করতে গিয়ে মহাবিপাকে পড়েছেন। শুধু তাই নয়, ওই তরুণীর গর্ভের সন্তানকে দুই স্বামী নিজ সন্তান বলে দাবি করলে শুরু হয় যুদ্ধ। এ ঘটনা জানাজানি হলে গ্রামবাসী তাদের সামাজিকভাবে একঘরে করে রেখেছে।
ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে জানা গেছে, ২০১০ সালে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ওই তরুণীর সঙ্গে একই এলাকার মো. জাহাঙ্গীর আলমের কাবিন রেজিস্ট্রি করে বিয়ে হয়। তাদের সংসারে এক কন্যাসন্তানও রয়েছে।
এরপর ২০১৭ সালের ২৮ জুন ঢাকার নোটারি পাবলিক আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা মো. সুমন আহম্মেদের সঙ্গে বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর স্বামী-স্ত্রী সাভারের আশুলিয়ার লাল পাহাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। এর ফাঁকে মাঝেমধ্যে আগের স্বামীর সঙ্গেও মেলামেশা করতে থাকেন ওই নারী।
ঈদুল আজহার সপ্তাহখানেক আগে ওই নারী অন্তঃসত্ত্বা হলে আগের স্বামীর ঘরে ফিরে যান। পরদিন পরের স্বামীও সেখানে যান এবং স্ত্রীর গর্ভের সন্তান নিজের বলে দাবি করেন। এ সময় আগের স্বামীও একই দাবি করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
স্ত্রী ও গর্ভের সন্তান দুই স্বামী দাবি করলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এলাকাবাসীর প্রতিবাদের মুখে ওই তরুণীর দুই স্বামী স্ত্রীর পিত্রালয় থেকে চলে যেতে বাধ্য হন। এলাকাবাসী তাদের তিন পরিবারকেই একঘরে রাখার সিদ্ধান্ত নেয়।
এদিকে শুক্রবার সকালে শ্রীরামপুর এলাকায় আসেন ওই তরুণীর দুই স্বামী। এ সময় তারা দুজনেই স্ত্রী ও গর্ভের সন্তান নিয়ে নিজ এলাকায় যেতে চাইলে ফের নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শনিবার সকালে এ ব্যাপারে মাতব্বর মো. আব্দুল মজিদ ও মো. রফিকুল ইসলাম মিলন মাস্টার জানান, বিষয়টি খুবই স্পর্শকাতর ও ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হানে। এ কারণে ওই তিন পরিবারকে সামাজিকভাবে একঘরে করে রাখা হয়েছে।

চাকরি পাইয়ে দেওয়ার নামে চলছে রমরমিয়ে দেহ ব্যবসা



প্লেসমেন্ট এজেন্সির আড়ালে রমরমিয়ে দেহব্যবসা চালানোর অভিযোগ৷ আর তা দিনে দিনে তা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করল বিভিন্ন সমাজসেবী সংস্থা৷
সমাজসেবী হিসাব অনুযায়ী, রাজধানীতে প্রায় তিন হাজার প্লেসমেন্ট সংস্থা আছে৷ বচপন বাঁচাও আন্দোলনের সদস্য রাকেশ সেঙ্গার মতে, এই প্লেসমেন্ট এজেন্সিগুলি এক এক ধরনের পাচারচক্রের হাব হয়ে উঠেছে৷ জোর করে বিয়ে দেওয়া থেকে শুরু করে দেহব্যবসা সবটাই রমরমিয়ে চলেছে বলে অভিযোগ। এমনকি, মহিলা পাচার চলছে বলেও অভিযোগ। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে এই পাচারকারী চক্রের টিকি বাঁধা রয়েছে মূলত ঝাড়খণ্ডের কোলিয়ারি তথা খনি অঞ্চলে৷ সেখান থেকেই দিল্লিতে ঘাঁটি গেড়ে এই প্লেসমেন্ট সংস্থাগুলি গড়ে তুলছে পাচারকারীরা৷
এর পর দর কষাকষির ভিত্তিতে বিভিন্ন জায়গায় প্রাপ্তবয়স্ক নারী সহ বহু নাবালিকাকেও পাচার করা হচ্ছে বলে অভিযোগ৷ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে এই ব্যবসা৷ ঝাড়খণ্ডের মতো পিছিয়ে পড়া রাজ্যের নারীদেরই প্রাথমিকভাবে এই ব্যবসার পুঁজি হিসাবে ধরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এই ধরনের প্লেসমেন্ট এজেন্সিগুলি৷
অধিকাংশ ক্ষেত্রেই দিল্লি সহ লাগোয়া ফরিদাবাদ, গুরগাঁও এবং নয়ডায় পয়সাওয়ালা লোকজনের বাড়িতে পরিচারিকার কাজে পাঠানো হচ্ছে নাবালিকাদের৷ ১১ থেকে ১৪ বছরের মেয়েদের বাড়ির কাজে পাঠানো হয়ে থাকে৷ ১৪ থেকে ১৬ ঘণ্টা খাটানো হয় তাদের৷ কিছু মেয়েকে আবার পাঠানো হয় হরিয়ানায়৷ বিয়ের নামেও নাবালিকা জোগান দেয় এই সংস্থাগুলিই৷ পাশাপাশি হরিয়ানা এবং পাঞ্জাবে শ্রমিকের কাজে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ঝাড়খণ্ডের মেয়েদের৷
 সূত্রঃ কলকাতা ২৪*৭
Get all the Business Address on AddressBD

Saturday, September 9, 2017

*৪র্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর।*

এক লোকের চারজন স্ত্রী ছিল। লোকটা তার ৪র্থ স্ত্রীকেই বেশী ভালোবাসতো এবং যত্ন করতো।

সে তার ৩য় স্ত্রীকেও অনেক ভালোবাসতো এবং বন্ধু বান্ধবদের সামনে স্ত্রীর প্রশংসা করতো। তার ভয় ছিলো যে এই স্ত্রী হয়তো কোনদিন অন্য কারো সাথে পালিয়ে যেতে পারে.!

সে তার ২য় স্ত্রীকেও ভালোবাসতো। লোকটা যখনি কোন বিপদে পড়তো, তখনি সে তার এই স্ত্রীর কাছে সমাধান চাইতো এবং তার স্ত্রী তাকে সমাধান দিয়ে সাহায্য করতো।

কিন্তু,
লোকটা তার ১ম স্ত্রীকে একদম ভালোবাসতো না এবং যত্নও করতোনা। এই স্ত্রী লোকটাকে অত্যন্ত ভালোবাসতো, তার অনুগত থাকতো এবং তার যত্ন নিতে চাইতো। লোকটা তা পছন্দ করতোনা।
.
--- একদিন লোকটা অসুস্থ হয়ে পড়লো এবং জানতে পারলো যে সে আর বেশী দিন বাঁচবেনা। লোকটা ইচ্ছা করলো যে সে যখন মারা যাবে, তার কোন একটা স্ত্রীকেও নিয়ে যাবে তার সাথে করে, যাতে করে সে পেতে পারে এই ভেবে যে মৃত্যুর পর সে একা নয়, তার একজন সঙ্গীও সাথে আছে।
.
লোকটা তিনজন স্ত্রীকে ডেকে এনে তার সাথে মৃত্যুবরণ করার ইচ্ছাটা বললো এবং কে যেতে চায় তা জিজ্ঞেস করলো।

"এটা হতেই পারেনা", বলেই তার ৪র্থ স্ত্রী সাথে সাথে ঐ
জায়গা থেকে চলে গেলো লোকটার ইচ্ছাকে প্রত্যাখ্যান করে।
.
৩য় স্ত্রী বললো, "জীবন এখানে খুবই সুন্দর। তোমার মৃত্যুর পর আমি অন্য কাউকে বিয়ে করে নেবো.!" বলে সেও চলে গেল।
.
২য় স্ত্রী বললো, "তুমি আমার কাছে সমাধান চাইতে। কিন্তু এই ব্যাপারে আমার কোন সমাধান নেই। দুঃখিত তোমাকে সাহায্য করতে না পেরে। তবে তোমার মৃত্যুর আগে পর্যন্ত আমি তোমার পাশে সর্বদা আছি.!"
.
স্ত্রীদের কথা শুনে লোকটা অত্যন্ত কষ্ট পেলো এবং বিমর্ষ হয়ে পড়লো......
.
"আমি তোমার সাথে যাব, তুমি যেখানেই যাওনা কেন, আমি তোমাকে অনুসরণ করবো.!"
হঠাৎ একটা কন্ঠ বলে উঠলো.!
লোকটা তাকিয়ে দেখলো যে কন্ঠটা তার ১ম স্ত্রীর। ভালোবাসা এবং যত্নের অভাবে তার এই স্ত্রীর চেহারা মলিন, দেহ কঙ্কালসার, অপুষ্টির চিহ্ন
সারা শরীরে। লোকটা অশ্রুসিক্ত নয়নে বললো, "হায় কি আফসোস.! তোমাকে কখনো ভালোবাসিনি, যত্ন করিনি। আজ তুমি আমার সাথে যেতে চাইছে। এতদিন
কি ভুলটাই না করেছি তোমার কথা না ভেবে.! আজ শেষ সময়ে ভুলটা বুঝতে পারলাম.!"
.

আসলে, আমাদের প্রত্যেকের জীবনে এই চারজন স্ত্রীর মত ব্যাপারটি আছে।

১) *৪র্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর।*
> জীবনের বেশীর ভাগ সময় এবং অর্থ আমরা এটির পিছনে ব্যয় করি। কিন্তু মৃত্যু এলেই এটি আমাদেরকে ফেলে চলে যায়।
.
২) *৩য় স্ত্রী হচ্ছে আমাদের ধন সম্পত্তি।*
> টাকা পয়সা, সুনাম এবং মালিকানা, যা আমরা অন্যদের দেখিয়ে বেড়াই। মৃত্যুর পর এগুলো অন্যদের কাছে চলে যায়।
.
৩) *২য় স্ত্রী হচ্ছে আমাদের পরিবার এবং বন্ধুবান্ধব।*
> এরা আমাদেরকে নানা বিপদে আপদে সাহায্য করে এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পাশে থাকে।
.
৪) *আর ১ম স্ত্রী হচ্ছে আমাদের আত্না।*
> পার্থিব সুখ শান্তি আনন্দ এবং সম্পদের পিছে ছুটতে ছুটতে আমরা আত্নার কথা ভুলে যাই। আত্নার খোরাক
মেটাতে পারিনা। যত্ন নিতে পারিনা, ভালোবাসিনা। কিন্তু এটিই একমাত্র জিনিস যা আমাদের প্রত্যেকটা কাজে আমাদের অনুসরণ করে। যেখানে

ই যাই আমাদের পাশে থাকে এবং মৃত্যুর পরেও পারলৌকিক জীবনে আমাদেরকে বাঁচিয়ে রাখে...!!!
_____________________________________

Get all the Business Address on Addressbd

বিয়ের আগেই গর্ভে সন্তান, মুখ খুললেন রিয়া

অভিনেত্রী রিয়া সেন বিয়ে করেছেন গত ১৬ আগস্ট। তবে বিয়ের আগেই নাকি এ অভিনেত্রী ‘সন্তানসম্ভবা’ হয়ে পড়েছিলেন! এমন গুঞ্জন শুরু হয়েছিল বলিউড ইন্ডাস্ট্রিতে। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন রিয়া। স্পটবয়ই-কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, এই ধরনের গুজব আশা করেছিলাম।’ যদিও তিনি সন্তানসম্ভবা কি না তা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
গত মাসে (আগস্ট) বয়ফ্রেন্ড শিবম তিওয়ারির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এ নায়িকা। তার বিয়ের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, গত ফেব্রুয়ারি এক বন্ধুর মাধ্যমে নাকি শিবমের সঙ্গে রিয়ার আলাপ হয়। সেখান থেকে বন্ধুত্ব। দিদি রাইমার সঙ্গেও শিবমের পরিচয় করিয়ে দেন রিয়া। তার ভাষায়, ‘বিয়ের সিদ্ধান্তটা আমরা হঠাৎ করেই নিয়েছিলাম। একদিন সকালে ঘুম খেকে ওঠে হঠাৎ শিবম বলেছিল, চল এখনই বিয়ে করব।
তবে এই মুহূর্তে হানিমুনে যাচ্ছেন না এ নব দম্পতি। রিয়া জানিয়েছেন, শুটিং নিয়ে আপাতত ব্যস্ত। ফলে হানিমুনের প্ল্যান পরে হবে। বর্তমানে একতা কপূরের ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস ২.২’-এর শুটিং করছেন রিয়া সেন।
উল্লেখ্য, ১৯৮১ সালের ২৪ জানুয়ারি একটি শিল্পী পরিবারেই জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের এ অভিনেত্রী এবং মডেল। তার দিদিমা সুচিত্রা সেন, মা মুনমুন সেন এবং বোন রাইমা সেন। ১৯৯১ সালে বিষকন্যা চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় শুরু।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর  ২০১৭

খালিশপুর থানার ওসি ও এসআই সহ ১৩জনের নামে মামলা




পুলিশ হেফাজতে মো. শাহজালাল ওরফে শাহজামাল নামের এক যুবকের দুই চোখ উৎপাটনের অভিযোগে খুলনার খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
শাহজালালের মা রেনু বেগম বাদি হয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক মো. শাহীদুল ইসলাম বাদির বক্তব্য নিয়েছেন। আদেশের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য্য করেছেন।
মামলার আসামিরা হলেন, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান, উপপরিদর্শক (এসআই) রাসেল, এসআই সেলিম মোল্লা, এসআই মিজান, এসআই মামুন, সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস রায়, আনসার সিপাই আফসার আলী, আনসার ল্যান্সনায়েক আবুল হোসেন, এসআই নুর ইসলাম, এএসআই সৈয়দ সাহেব আলী (তারা সবাই খালিশপুর থানায় কর্মরত), ৬১/১ পুরাতন যশোর রোডের শুকুর আহম্মেদের মেয়ে সুমা আক্তার (২০) ও শিরোমনি বাদামতলা এলাকার লুৎফুর হাওলাদারের ছেলে রাসেল (৩২)।
বাদিপক্ষের আইনজীবী মো. মোমিনুল ইসলাম জানান, আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য্য করেছেন। আসামিদের মধ্যে ১১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দুজন সাধারণ মানুষ।
মামলার অভিযোগে বলা হয়, সুমা আকতার ও রাসেল নামের দুজনের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে গত ১৮ জুলাই রাতে পুলিশ শাহজালালকে থানায় ডেকে নেয়। এরপর তার পরিবারের কাছে দেড় লাখ টাকা দাবি করা হয়। কিন্তু টাকা না দেয়ায় রাত সাড়ে ১১টায় তাকে পুলিশের গাড়িতে করে বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর তার দুই চোখ তুলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে আসে। পরে তাকে সুমা আকতারের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শাহজালাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Thursday, September 7, 2017

Deaths reported as Hurricane Irma batters northern Caribbean islands



Reports of fatalities and widespread damage in northern Caribbean islands began to emerge Wednesday night after Hurricane Irma barreled through, packing devastating winds and rain.
At least two people have died and two others were seriously injured in St. Barts and St. Martin, said French Overseas Affairs Minister Annick Girardin. At least one death was reported in Barbuda, according to ABS TV Antigua. Charles Fernandez, minister of foreign affairs and international trade for Antigua and Barbuda, told ABS that destruction on Barbuda was "upwards of 90%."
Irma destroyed government buildings, tore roofs from houses and leftnorthern Caribbeanislands without power or communications.
Antigua, Barbuda, St. Martin/St. Maarten and St. Barts have felt the fury of the Category 5 storm, one of the strongest ever recorded in the Atlantic, according to updates from the region.
Slideshow by photo services
French Interior Minister Gérard Collomb said the prefecture, police department, barracks -- some of the strongest buildings on the island of 75,000 people -- had been destroyed, boding ill for weaker structures on St. Martin.
"In terms of material damage, the four strongest buildings on the island of St. Martin have been destroyed, which means that the oldest buildings have undoubtedly been totally or partially destroyed," he told reporters.
The firehouse in St. Barts is under a meter of water and is out of service, according to an update posted to Twitter by the local government of the neighboring French territory, Guadeloupe.
"Firefighters have taken shelter in an upstairs room. A number of houses have suffered damage, roofs have been ripped out. Total loss of electricity," it said.
The mayor's office in St. Martin has been partially destroyed, the update from Guadeloupe said, and the mayor and 23 others took shelter in a concrete-walled room.
The island has been without electricity since 6 a.m. local time, it said. St. Martin and St. Barts are French overseas collectivities.
Virginia Barreras told CNN she was riding out the storm in a hotel in St. Martin.
"The palm trees are bent over and (I) can't see anything but white," she said early Wednesday, before Irma's core passed over the island. "The walls shake when the wind blows hard, and we can hear debris being thrown around."
Footage posted to YouTube by PTZtv.com from Maho Beach, St. Maarten, showed winds so powerful they reportedly took out the webcam filming the scene.
Fallen trees, flash flooding
Irma's core, with maximum sustained winds of 185 mph -- well above the 157 mph threshold of a Category 5 -- slammed Barbuda early Wednesday before hitting St. Martin and Anguilla.
Keithley Meade, director of the Antigua and Barbuda Meteorological Services, said the extent of the destruction on Barbuda was hard to determine as communications were completely down.
"Barbuda was heavily damaged by Irma. So badly damaged that there is no communication, so we don't know how much. There has been no communication with the island," he said.
The islands are experiencing heavy rain at present, and flash flooding is expected, Meade said. Authorities will go out later to assess the damage and send crews to clear a large number of fallen trees, he said.
A later statement from the Antigua and Barbuda Meteorological Services said there had been no reports so far of deaths and that "the preliminary report is indicating that damage across Antigua and Barbuda is minimal."
Before communications went down about 12:30 a.m. local time, it said, "the Barbuda Weather Station, monitored by the Met Office, recorded sustained winds of 119 mph and gusts of 150 mph." The gusts were as high as 154 mph before the measuring instrument broke.
After slamming St. Martin, Anguilla and St. Kitts and Nevis, the storm was expected to move near the British Virgin Islands and northern US Virgin Islands.
The storm's center is then expected to pass near or just north of Puerto Rico on Wednesday afternoon or night.
Forecasters warn that Irma's likely path will be near the Turks and Caicos Islands on Thursday and the southeastern Bahamas on Friday -- and that the destruction could be devastating.
In the Bahamas, emergency evacuations have been ordered for six southern islands -- Mayaguana, Inagua, Crooked Island, Acklins, Long Cay and Ragged Island.
CNN's Bijan Hosseini and Matou Diop contributed to this report.

Hurricane Irma: What we know now, where it's headed next



Hurricane Irma claimed the lives of at least 9 people across the Caribbean as the powerful Category 5 storm's 185-mph winds swept past Puerto Rico toward the Dominican Republic and Haiti. It could be on a collision course with South Florida over the weekend. If Irma hits the U.S. as a Category 5 storm, it would be just the fourth hurricane of that strength to do so in recorded history.
Governors of three Southeast states already have declared states of emergency, and mandatory evacuations took place in the Florida Keys and were set to begin Thursday in the Miami area. Here is what we know now:
Irma is a historically powerful storm
Irma rolled into the region as the most powerful Atlantic Ocean hurricane ever recorded above the Caribbean and east of the Gulf of Mexico. The National Weather Service says Irma will remain a Category 4 or 5 hurricane over the next couple of days, with hurricane-force winds extending up to 50 miles from the center and tropical-storm-force winds extending 175 miles. Irma is so strong it's even showing up on equipment designed to measure earthquakes. After Irma struck Barbuda, its prime minister called the island "barely habitable" and St. Martin, an island split between French and Dutch control, saw extensive damage and was almost completely destroyed in places.

Wednesday, September 6, 2017

মুখ খুলেছেন সু চি

মুখ খুলেছেন সু চি

 

রোহিঙ্গাদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতা নিয়ে অবশেষ মুখ খুলেছেন অং সান সু চি।
২৫ আগস্ট থেকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা শুরু হলেও গত ১১ দিনে মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি। নীবর দর্শকের ভূমিকা পালন করছিলেন। তার এ মৌনব্রত পালন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়।
সু চি দাবি করেছেন, রাখাইন রাজ্যের সব মানুষের রক্ষায় কাজ করছে তার সরকার। তবে সংঘর্ষ নিয়ে ‘ব্যাপকভাবে ভুল তথ্য’ চাউর হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এবং বলেছেন, এতে সন্ত্রাসীদের স্বার্থ প্রচার পাচ্ছে।
মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারপ্রধান ও রাষ্ট্রীয় পরামর্শক নোবেলজয়ী সু চির কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এমন মন্তব্য করেন নেত্রী।
সূত্র: বিবিসি অনলাইন
বাংলাদেশ সময় : ১২৪৮ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

মিয়ানমারের নাগরিকদের জন্য বিনামূল্যের ভিসার ঘোষণা মোদির

মিয়ানমারের নাগরিকদের জন্য বিনামূল্যের ভিসার ঘোষণা মোদির

 

মিয়ানমারের নাগরিকদের জন্য বিনামূল্যের ভ্রমণ ভিসা সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে দেশটির নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে এ বৈঠকে এ ঘোষণা দেন মোদি।
বিনামূল্যের এই ভিসা কূটনীতিক, কর্মকর্তা ও জাতিসংঘের কর্মকর্তা যারা ভারত সরকারের আমন্ত্রণে সেদেশে সফরে যান তাদেরকে দেয়া হয়। সু চির সঙ্গে বৈঠকে ভারতের এই প্রধানমন্ত্রী রাখাইনের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মিয়ানমারের পাশে থাকবেন বলে জানান। একই সঙ্গে রাখাইন সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযানের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমার সরকার। এর মাঝেই মিয়ানমার সফরে গিয়ে দেশটির পাশে থাকার ঘোষণা এল মোদির কাছে থেকে।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, রাখাইন রাজ্যের সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় আমরা মিয়ানমারের সঙ্গে উদ্বেগ প্রকাশ করছি। রাষ্ট্রনেতা পর্যায়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে করেন তারা।
‘আমরা আশা করি সব পক্ষই একসঙ্গে একটি উপায় খুঁজে বের করতে পারবেন; যার ফলে মিয়ানমারের ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার মর্যাদা ক্ষুণ্ন হবে না। একই সময়ে, আমাদের শান্তি, ন্যায় বিচার, মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে হবে।’
রোহিঙ্গা মুসলিমদের মানবিক অধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে রয়েছেন অং সান সু চি। গত কয়েকদিনে মিয়ানমারের রাখািইন থেকে অন্তত দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে বলে জাতিসংঘের শরণার্থীবিষয় সংস্থা ইউএনএইচসিআর’র মুখপাত্র জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি

ধর্ষনের সাজা

 
ধর্ষনের সাজা 


🎌 👉 আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে 30 বছর পর্যন্ত কারাদন্ড । 
👉 রাশিয়া: 20 সশ্রম কারাদন্ড 👉 
চীন: কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদন্ড । 
👉 পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড । 
👉 মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া । 
👉 দক্ষিন আফ্রিকা: ২০ বছরের কারাদন্ড 
👉 মঙ্গোলিয়া: ধর্ষিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদন্ড দিয়ে প্রতিশোধ পুরণ । 
👉 নেদারল্যান্ড: ভিন্ন ভিন্ন সাজা । 
👉 আফগানিস্তান: 4 দিনের ভিতর গুলি করে হত্যা । 
👉 মালশিয়া: মৃত্যুদন্ড ।
 👉 INDIA -BANGLADESH- and others.. প্রতিবাদ ধর্না তদন্ত সমঝোতার চেষ্টা ঘুস দেওয়া ফতোয়া জামিন ধমক-চমক। তদুপরি মেয়েটির চরিত্র, পোষাক, কর্ম নিয়ে গবেষণা এবং সংবাদ মাধ্যমে আলোচনার আসর.. আর কিছুই বলার নেই.....😡😡😖👹👿👺

Monday, September 4, 2017

চোর পেল পুলিশের উপহার !

চোর পেল পুলিশের উপহার!

কানাডার টরন্টো নগরীর সুপারস্টোর ওয়ালমার্টে কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন এক তরুণ। দোকানটির কর্তৃপক্ষ হাতেনাতে ওই তরুণকে ধরে পুলিশে দেয়।
তদন্তে আসেন কনস্টেবল নিরান জয়ানেসান। তিনি ওই তরুণের সঙ্গে কথা বলে জানতে চান কী হয়েছে? তরুণ জানান, তাঁর পরিবার খুব দরিদ্র। বাড়িতে বৃদ্ধ এবং অসুস্থ বাবা। প্রতি সপ্তাহে বাবার জন্যই অনেক অর্থ ব্যয় হয়।
এই অবস্থায় একটি মার্কেটিং চাকরির ইন্টারভিউয়ের জন্য ডাক আসে ওই তরুণের। কিন্তু ওই তরুণের আর্থিক অবস্থা এমন ছিল যে তাঁর একটি ভালো পোশাকও ছিল না। তাই তিনি চুরি করার চেষ্টা করেন।
তরুণের এই কথাগুলো শুনে কনস্টেবল নিরান আর ওই তাঁকে গ্রেপ্তার করতে পারেননি। বরং সুপারস্টোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ লিপিবদ্ধ না করে বরং তাঁকে সতর্ক করে ছেড়ে দেন।
আর বিদায়ের সময় ‘চোর’ তরুণের হাতে একটি প্যাকেট তুলে দেন। আর ওই প্যাকেটটি খুলে ওই তরুণের চোখ চড়কগাছ। দেখেন ইন্টারভিউতে যাওয়ার জন্য একটি দারুণ পোশাক।
পোশাকটি পরে ইন্টারভিউ দিতে যান তরুণ। ফেরেন চাকরিটি বাগিয়েই। আর এই কথা গর্বভরে নিজের টুইটারে লেখেন ওই পুলিশ কর্মকর্তা নিরান।
টুইটারে মহৎপ্রাণ ওই পুলিশ কর্মকর্তা লেখেন, ‘সে খুব কঠিন সময় পার করছিল। আর সে আমার সঙ্গে দেখা করেছে। জানিয়েছে, আমার দেওয়া শার্ট পরে ইন্টারভিউ দিতে গিয়েছিল সে। আর সেখানে তার চাকরি হয়েছে। এটা আমার জীবনের অন্যতম আনন্দময় মুহূর্ত।’
এদিকে টরেন্টোর ওই পুলিশ কর্মকর্তার কাজের প্রশংসা করেছেন অনেকেই। তাঁর টুইটে মন্তব্য করেছেন প্রায় ১২ হাজার মানুষ। আর প্রশংসাযোগ্য এই টুইটটি রিটুইট করা হয়েছে তিন হাজারের বেশিবার।

Akshay Kumar gives birth !

Akshay Kumar gives birth

Bollywood actor Akshay Kumar delivered six babies and they are no normal kids. All of them were laughing instead of crying when they were welcome into the world. Before you get flabbergasted on what you just read, we must tell you all of this happens in a teaser of a television show, The Great Indian Challenge 5, shared by Akshay, where he is seen pregnant with six babies, reports The Indian Express.
After hosting Master Chef India and Khatron Ke Khiladi, the actor has stepped into the shoes of a judge for a comedy show.

In the teaser, Akshay is seen doing what he does best, making everyone roll on the floor laughing. He is seen pregnant with six babies in the starting of the video and by the end, he introduces himself as the father of comedy who is all set to bring out new comedy superstars. From having food cravings just like a woman to excitement and nervousness of delivering a child, Akshay has done it all.
Apart from comedy master, Akshay, the show will also see comedian Zakir Khan and Mallika Dua mentoring the contestants. The Great Indian Laughter Challenge has earlier given the industry comedians like Sunil Pal, Ahsaan Qureshi, Raju Srivastava, Kapil Sharma, Bharti Singh and Sudesh Lahri among others.
This season of the reality show is going to be different with Akshay Kumar who has earlier given his fans a sneak peek into his comic timing every time he appeared on The Kapil Sharma Show.


 


আরএমএম গ্রুপের এমডি অনিরুদ্ধ কুমার রায়কে অপহরণ !

আরএমএম গ্রুপের এমডি অনিরুদ্ধ কুমার রায়কে অপহরণ !




অনিরূদ্ধ স্যার খোজ এখনো পাওয়া গেল না ।একটি করে দিন যাচ্ছে,সময় যাচ্ছে আর স্যার এর ফিরে আসা নিয়ে আতংক, আশঙ্কা বাড়ছে । এই খোঁজ না পাওয়া মানে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে একটি প্রতিষ্ঠান, বহু সংখ্যক পরিবার , সমাজ সর্বোপরি দেশ তথা রাষ্ট্রের অপূরনীয় ক্ষতি । এমন একজন মানুষ যিনি বৈদেশিক মুদ্রা অর্যন এর মাধ্যমে দেশের অর্থনীতি/উন্নয়ন এর চাকা সচল রাখতে অবদান রাখছেন, হাজার হাজার শিক্ষিত,অর্ধ শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের কর্মসংস্থান তৈরির মাধ্যমে অভাব,বেকারত্ব দূরীভূত করছেন যার ফলে সমাজে অপরাধ, সন্ত্রাস কমছে এবং শৃঙ্খলা বজায় থাকছে।
পরোক্ষ ভাবে এই খুঁজে না পাবার সুদুর প্রসারি নেতিবাচক প্রভাব রয়েছে । বিদেশিরা অবাক হয় কারণ
সরকারি প্রশাসন যন্ত্রের সীমাহীন দূর্নীতি, লুঠপাট, মূদ্রা পাচার স্বত্ত্বেও দেশ আগাচ্ছে । এই অবদান মূলত দুটি পক্ষের। প্রবাসে যারা হাড় ভাংগা খাটুনি খেটে দেশে টাকা পাঠাচ্ছে তারা এবং দেশের প্রাইভেট সেক্টর তথা রপ্তানিমুখী শিল্প গুলি ।
একজন সফল এবং আদর্শ উদ্মোক্তার গুম হবার মাধ্যমে প্রাইভেট সেক্টর এর এই উর্ধমূখী গ্রাফ অবশ্যই ব্যাহত হবে । অন্যান্য উদ্মোক্তরা নিরাপত্তাহীনতায় ভুগবেন, নিজেদের সংকুচিত করে ফেলবেন অথবা ব্যবসা গুটিয়ে নিরাপদ বিদেশি রাস্ট্রে বিনিয়োগ এর কথা ভাববেন। নতুন উদ্মোক্তরা নিরুত্সাহিত হবেন । সারা বিশ্বে ব্যবসা বানিজ্য জগতে পরিচিত এমন একজন পরিচিত মানুষ এর গুম হওয়ার খবর এ বিদেশি বায়ার রা আতংকিত হবেন, বিদেশি বিনিয়োগ কারী গন নিরাপত্তাহীনতায় ভুগবেন ।
আজ লেদার থেকে টেক্সটাইল সেক্টর অনেক এগিয়ে গিয়েছে । এর অন্যতম কারন বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল টেকনোলজি তে পড়াশোনা করা বহু ছেলে ঐ সেক্টরে উদ্মোক্তা হয়েছেন, শিল্প প্রতিষ্ঠা করেছেন । শিল্প প্রতিষ্ঠান এর মালিক তথা প্রধান নির্বাহী নিযেই যদি সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ে শিক্ষিত ডিগ্রি ধারী হন তবে যুক্তি সংগত কারণেই ঐ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে । এ কারনেই টেক্সটাইল এবং গার্মেনটস দ্রুত এগিয়ে যাচ্ছে । এ খেত্রে আমাদের লেদার ইন্জিনিয়ার দের ভিতর উদ্যোক্তা হবার সংখ্যা কম। অনিরূদ্ধ স্যার ই প্রথম গ্র্যাজুয়েট যিনি শুরু করেছিলেন এবং সফলতার শিখরে উঠেছেন । কিন্তু তার এই গুম হওয়া ভবিষ্যতে লেদার ইন্জিনিয়ার দের উদ্যোক্তা হবার আকাংখা কে অবশ্যই নিরুত্সাহিত করবে।
সুতরাং প্রশাসনের কাছে অনুরোধ করব অনিরূদ্ধ স্যার কে যে ভাবে হোক ফিরিয়ে আনুন ,সর্বাধিক গুরুত্ব দিয়ে এ বিষয়ে কাজ করুন । আপনার আমার তথা দেশের স্বার্থে । কারণ প্রাইভেট সেক্টর তথা রপ্তানিমুখী শিল্প খাত এর অবনমন বা ধংশ হলে কারোর ই পা এর তলায় মাটি থাকবে না ।
পরিশেষে মানবিক বেপার বেপার যযযযযযটা বলব। অনিরূদ্ধ রায় চৌধুরী একজন মা এর সন্তান, একজন স্ত্রীর স্বামী, সন্তান দের বাবা,বোনের ভাই। এই পরিবার টি এখন কেমন আছ,কি যাচ্ছে তাদের উপর দিয়ে সেটা বুঝিয়ে বলার দরকার নেই। তাদের চোখের জল, বুকভরা আহাকারের কি কোন মূল্য নেই???

ইসলাম নিয়ে করা মন্তব্যে ‘গর্বিত’ ভারতের নতুন মন্ত্রী

ইসলাম নিয়ে করা মন্তব্যে ‘গর্বিত’ ভারতের নতুন মন্ত্রী

 

প্রচলিত ইসলামকে শেষ করে দেয়ার আহ্বান জানানো ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য অনন্তকুমার হেগড়ে বলেছেন, নিজের ওই বক্তব্যের জন্য তিনি অনুতপ্ত নন, বরং গর্বিত।
এই অনন্তকুমারই ভারতের মন্ত্রিসভায় রোববারের বিরাট রদবদলের পর নবনিযুক্ত নয় মন্ত্রীর একজন হিসেবে শপথ নিয়েছেন। গত বছরের ৩ এপ্রিল এ বক্তব্য দেন তিনি।
এরপর ওই বছরের ৭ এপ্রিল ব্রিটিশ গণমাধ্যম হাফিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে ‘ইসলামকে শেষ করে দেয়া বলতে কী বোঝাতে চাইছেন’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্কারপন্থী উদারমনা মুসলিমদের উচিত বর্তমানে ইসলাম যেভাবে আছে তাকে নিশ্চিহ্ন করে দেয়া। এবং এর ‘মতাদর্শে’ সংস্কার এনে ধর্মটিকে আরও আধুনিক, উদার ও অন্য ধর্মের প্রতি আরও বেশি সহনশীল হিসেবে প্রতিষ্ঠা করা।’
৪৭ বছর বয়সী এই মন্ত্রী ওই সাক্ষাৎকারে বলেন, ‘যেখানে ইসলাম আছে সেখানে শান্তি নেই, যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নেই। ইসলাম ও শান্তি দু’টো বিপরীত শব্দ।’ ভারত ও হিন্দু, সমর্থক শব্দ বলে তিনি মনে করেন।
‘যতদিন বিশ্বে ইসলাম আছে ততদিন সন্ত্রাসবাদের শেষ হবে না। আমরা যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে না পারি আমরা সন্ত্রাসবাদকে শেষ করতে পারবো না’, এমন মন্তব্য করে উদারপন্থী মুসলিমদের প্রচলিত ইসলাম ধর্মকে শেষ করে দেয়ার আহ্বান জানান অনন্তকুমার।
তিনি বলেন, ভারতে যারা বসবাস করছেন তাদের অবশ্যই ভারতকে মান্য করতে হবে। আর ভারত মানেই হলো হিন্দু। দীর্ঘদিন ভারতের সংস্কৃতি আর হিন্দু সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলে মনে করেন অনন্তকুমার।
মুসলিমদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনি চাইলেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা শিখতে পারেন। আমাদের রক্ত ও শিরায় বইছে সহনশীলতা। অথচ গত বেশকিছু বছর ধরে মুসলিমরা আমাদের (হিন্দুদের) পূজা ও সংস্কৃতি নিয়ে আপত্তি করছে। তারা আমাদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলছে। যারা আল্লাহকে মানে না তারাই তাদের কাছে কাফির। এটা কি শান্তির নমুনা হতে পারে?’
তার কোনো মুসলিম বন্ধু আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই আমার প্রচুর মুসলিম বন্ধু আছে। তবে তারা উদারমনা মুসলিম।’
এর আগে ২০১৬ সালে ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করে বক্তব্য দেয়া ও উস্কানিমূলক মন্তব্য করায় মামলার শিকার হন ভারতের কর্ণাটক রাজ্য থেকে পাঁচবার নির্বাচিত এ এমপি। ইসলামকে সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে মন্তব্য করায় ‘ধর্মবিশ্বাসকে অপমান ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য’র অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

Get all address on AddressBD

মিয়ানমারে রোহিঙ্গা শিশুদের শিরশ্ছেদ: নির্মমতার কালো অধ্যায়

মিয়ানমারে রোহিঙ্গা শিশুদের শিরশ্ছেদ: নির্মমতার কালো অধ্যায় (Channel i)

 


মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো নির্মম নির্যাতনের সবরকম পদ্ধতি আর মাত্রা ছাড়িয়ে গেছে দেশটির সেনাবাহিনী ও পুলিশ। কঠোর গোপনীয়তার মধ্যে চালানো এসব নির্যাতনের ছিটেফোঁটা খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন অান্তর্জাতিক গণমাধ্যমে। কিন্তু রোহিঙ্গা নির্যাতনের প্রকৃত চিত্র তুলে ধরতে পারেনি কোন গণমাধ্যমই। তবে একটি ঘটনার খবর সারা বিশ্বের মানুষকে হতবাক করে দিয়েছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যম মিয়ানমারের রাথেডং অঞ্চলের ছুট পিয়িন গ্রাম থেকে পালিয়ে আসা প্রত্যক্ষদর্শীদের মর্মস্পর্শী বর্ণনা দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, ওই এলাকায় প্রায় ২শ’ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় আদিবাসীদের হাতে নিহত হয়েছে। শুধু তাই নয়, ছোট ছোট এসব রোহিঙ্গা শিশুকে মাথা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। আর রোহিঙ্গা পুরুষদের দলবেঁধে একটি বাঁশের তৈরি ঝুপড়ির ভেতর আটকে তাতে আগুন দিয়ে সবাইকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। শিউরে উঠার মতো ঘটনা। আমরা আগেও নানাভাবে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা জেনেছি। বিশেষ করে সেখান থেকে প্রাণ ভয়ে সম্প্রতি বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখেই শুনেছি রাতের আঁধারে কিভাবে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। কিভাবে হিংস্র হায়েনার মতো রোহিঙ্গা নারীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে মিয়ানমারের সেনাবাহিনী আর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। যদিও মিয়ানমার দাবি করছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নামে রোহিঙ্গা জঙ্গিরা রাখাইনে ৩০টি পুলিশ ও সেনা চৌকিতে পরিকল্পিত হামলা চালিয়ে অনেককে হত্যা করেছে। তারই পাল্টা ব্যবস্থা হিসেবে তারা জঙ্গি দমন করছে। কিন্তু জঙ্গি দমনের নামে আমরা কি দেখছি? ছোট ছোট এসব শিশু কি জঙ্গি? এই শিশুরাও কি সেনা চৌকিতে হামলা চালিয়েছে? আমরা মনে করি, এসব হাস্যকর অজুহাত দিয়ে নিজেদের অপরাধ ঢাকতে পারবে না মিয়ানমার সরকার। যদি জঙ্গি দমনেই অভিযান চালানো হবে, সেখানে কেন নিষ্পাপ শিশুদের মাথা কেটে রাস্তায় ফেলে রাখা হবে? পলায়নরত নিরস্ত্র নারীদের ওপর কেন গুলি চালানো হবে? আমরা চাই মিয়ানমারের নিরাপত্তার বাহিনীর এই নৃশংসতা বন্ধে আন্তর্জাতিকভাবে দ্রুত পদক্ষেপ নেয়া হোক। এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হোক।

রাজধানীর আদাবরে ছাত্রলীগ নেতা খুন

রাজধানীর আদাবরে ছাত্রলীগ নেতা খুন

 

 

রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মশু খুন হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেক ১০ নম্বর সড়কে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম জানান, মশুর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রাতে ওই এলাকা দিয়ে মোটর সাইকেলে ফিরছিলেন মশু। এ সময় কয়েকজন রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আমিনুল বলেন, এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি পুলিশ ।
পরিবারের সদস্যদের অভিযোগ, যুবলীগের স্থানীয় কয়েকজন বহিষ্কৃত নেতা পূর্ব শক্রতার জেরে মশুকে খুন করেছে।

Get any address on AddressBD

 

পর্যাপ্ত ঘুমে স্মৃতিশক্তির উন্নতি ঘটে!

পর্যাপ্ত ঘুমে স্মৃতিশক্তির উন্নতি ঘটে!
মানব দেহের ভালো-মন্দের সাথে ঘুমের সরাসরি যোগ রয়েছে। দীর্ঘদিন ঠিক মতো ঘুম না হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
বিশেষজ্ঞরা বলেছেন, লম্বা ঘুম সম্ভব না হলেও, কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নিতে পারলে তাতেও অনেক উপকার। সুস্থ জীবনের জন্য দিনে দুবার ঘুমানো দরকার৷ রাতের ঘুমের বাইরে একবার সামান্য একটু ঘুমিয়ে না নিলে কর্মক্ষমতা কমে। মন-মেজাজেও তার প্রভাব পড়ে। বিশেষজ্ঞরা মনে করেন, কাজের ফাঁকের সামান্য ঘুমও হৃৎস্পন্দনের হার শতকরা ৫ ভাগের মতো কমায় এবং কাজে মনোনিবেশের ক্ষমতা বাড়ায় শতকরা ৩০ ভাগের মতো। যদিও চিকিৎসকেরা বলে থাকেন যে, রাতে ৭-৮ ঘন্টা ঘুমালেই যথেষ্ট। কিন্তু সম্প্রতি এখন নতুন তথ্য সামনে এসেছে। গবেষকরা বলছেন, টানা ৮ ঘন্টা না ঘুমিয়ে দিনে দুই বার ৪ ঘন্টা করে ঘুমালে নাকি শরীরের বেশি উপকার হয়। সম্প্রতি প্রকাশিত ওই গবেষণা পত্র অনুসারে দিনে দুই বার ঘুমালে শরীরের যা উপকার হয়, তা একবার ঘুমালে হয় না।
দিনের বেলা অফিসে থাকলে দুই বার ঘুমাবো কী করে? একদম ঠিক কথা। কিন্তু বিজ্ঞানকে অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের আছে বলে তো মনে হয় না। তাহলে কি এতদিন আমরা ঠিক পদ্ধতিতে ঘুমাতাম না? এই পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যে দেশের নাগরিকরা ‘বাইফেসিক স্লিপ’ এ বিশ্বাস করে থাকেন। অর্থাৎ দিনে দুবার ঘুমানোই উচিত, এমন নিয়ম মেনে চলা মানুষের সংখ্যাটা কিন্তু নেহাতই কম নয়। এদের মধ্যে অনেকেই রাতের বেলা ৬ ঘন্টা এবং দিনের বেলা ২ ঘন্টা ঘুমিয়ে থাকেন। কেউ কেউ তো আবার রাতে ৪ ঘন্টা আর দিনে ৪ ঘন্টার ঘুমে অভ্যস্ত।
প্রসঙ্গত, ইতিহাস ঘাঁটলেও এমন কথাই জানতে পারা যায়। একাধিক বইয়ে উল্লেখ রয়েছে প্রাচীন পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যারা সকাল-রাত্রি মিলিয়ে ৮ ঘন্টা ঘুমাতেন। এই ধরনের নিয়মই নাকি সকলে অনুসরণ করতেন। কিন্তু যেদিন থেকে বিদ্যুতের আবিষ্কার হয়েছে, সেদিন থেকেই নাকি স্লিপিং সার্কেলে পরিবর্তন এসেছে। এমনটাই বিশ্বাস বিজ্ঞানিদের।
প্রাচীন কালে কী যুক্তি মেনে লোকেরা দুই বার ঘুমতেন, তা জানা নেই। কিন্তু আধুনিক গবেষণা অনুসারে দুই ধাপে ঘুমলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। ফলে স্মৃতিশক্তি, বুদ্ধি এমনকি মনোযোগেরও উন্নতি ঘটে। একাধিক কেস স্টাডি করে জানা গেছে, বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ অনিদ্রার শিকার।
Get any address on Address Bangladesh

Sunday, September 3, 2017

স্বামীকে বশে রাখার ৫ টিপস দিলেন ....

স্বামীকে বশে রাখার ৫ টিপস দিলেন ....

 

তার সঙ্গে নয়, স্বামী রাত কাটায় কল গার্লের সঙ্গে৷ এর চেয়ে একজন স্ত্রীর কাছে দু:খের কি বা হতে পারে৷ কিন্তু শুধু তো দু:খ পেলেই হবে না৷ স্বামীকে কেমন ভাবে নিজের আঁচলের সঙ্গে বেঁধে রাখবেন সেই পন্থাও তো জানতে হবে৷ স্ত্রীদের জন্য সেই পন্থাই বলে দিলেন অষ্ট্রেলিয়ার বিখ্যাত কল গার্ল সামান্থা এক্স৷ আর এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।
আসুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই ৫ টিপস:-
১৷ স্বামীর যৌনানুভূতির খেয়াল রাখুন: কথায় আছে,মন পড়তে মেয়েদের জুরি মেলা ভার! সেই গুণটা কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। চট করে স্বামীর মন পড়ে ফেলুন। জানুন তাঁর যৌন আকাঙ্খা৷ সে কী চায়? তার ভাল লাগা, খারাপ লাগা বুঝে নিন। অফিস থেকে ফেরার পরে স্বামীর সামনে এমন ভাবে নিজেকে তুলে ধরুন যাতে আপনার মধ্যেই যেন মজে থাকে তিনি৷ রাতেও আপনাকে ছাড়া কোন দিকে যেন না তাকায় স্বামী৷
২৷ অনেক বেশি সংবেদনশীল হন: ছেলেরা সাধারণত মেয়েদের থেকে অনেক বেশি সংবেদনশীল হয়ে থাকেন। যৌন জীবনে আপনি যদি সন্তুষ্ট না হয়ে থাকেন তাহলে তার জন্য নিজেদেরকেই দায়ী করে থাকেন হয়তো। যা স্বামীকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারে। নিজের মনের মধ্যে কথা চেপে না রেখে তাকে বোঝান আপনি কতটা সুখী।
৩৷ পরামর্শ দিন: কাজের চাপে যেগুলো ভুলে যান সেগুলোকে মনে করিয়ে দিন। যেমন ধরুন তাকে এটা মনে করিয়ে দিলেন, ফোনে মায়ের খোঁজ-খবর নেয়া উচিত। কিংবা তার পোর্ট ফোলিওতে এ বার একটু বদল আনা দরকার। তাকে জানান, কোন কোন কোম্পানিতে তিনি ইন্টারভিউ দিতে পারেন।
৪৷ ঘরের কাজেও স্বামীকে দায়িত্ব দিন: শুধু অফিস আর বাইরের কাজ নয়, সপ্তাহে অন্তত এক দিন তার ওপরই ঘরের বেশির ভাগ কাজটা ছেড়ে দিন। যেমন ধরুন দুপুরে কী খাবেন তার সিদ্ধান্ত আপনি নিন। কিন্তু রান্নার দায়িত্ব সম্পূর্ণ স্বামীকে দিন। তেমনই ঘর পরিষ্কার এবং গুছানোর কাজটাও না হয় একদিন তার ওপরই ছেড়ে দিলেন। তবে অবশ্যই তদারকি করতে ভুলবেন না।
৫৷ সম্মান করুন: আগেই বলেছি, সারাদিন স্বামীর ওপরে খিট খিট করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। স্বামীকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে তার দ্বিগুণ নিয়ন্ত্রণ করতে হবে। খিটখিট, ভুল করলে চোখ রাঙানো বা কড়া কথা তো চলতেই থাকবে। এটা ভাবার কোনো কারণ নেই যে, আপনার সব কথা কলুর বলদের মতো স্বামী মেনে চলবেন। দিনের শেষে কিন্তু স্বামীকে এটা বোঝানো হবে যে, আপনি তাকে কতটা সম্মানের চোখে দেখেন।

Get all business address on Address Bangladesh


যৌন দৃশ্যে অভিনয়, প্রশ্নে বিরক্ত হয়ে উত্তরে জেরিন

যৌন দৃশ্যে অভিনয়, প্রশ্নে বিরক্ত হয়ে উত্তরে জেরিন 

 

একজন সাংবাদিক যৌন দৃশ্য নিয়ে জানতে চান অভিনেত্রীর কাছে। তাতে বিরক্ত হন তিনি।
জেরিন খান। বলিউডে প্রবেশ করেন সালমান খানের হাত ধরে। প্রথম সিনেমায় ভদ্র দৃশ্যে অভিনয় করলেও পরে ‘হেট স্টোরি ৩’ তে অভিনয় করে আলোড়ন তুলেছিলেন। কয়েকদইন আগেই ‘আকসার ২’ নামে একটি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ‘হেট স্টোরি’র মতো এখানেও খোলামেলা ও যৌন দৃশ্যে দেখা যাবে তাকে।
আর সেই দৃশ্য নিয়ে প্রশ্ন করায় রেগে গেলেন নায়িকা। সবাই তো করছে, তাহলে তার ক্ষেত্রে আপত্তি উঠছে কেন? প্রশ্নকর্তা সাংবাদিককে প্রশ্ন করে উঠলেন তিনি। ছবির প্রচারে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জেরিন। প্রশ্ন উত্তর পর্ব চলছিল। তারইমধ্যে একজন সাংবাদিক যৌন দৃশ্য নিয়ে জানতে চান অভিনেত্রীর কাছে। তাতে বিরক্ত হন তিনি।


উত্তরে জেরিন বলেন, ‘ট্রেলার দেখে আপনি বুঝলেন কীভাবে যে ছবিটি যৌনতায় ভরপুর? আর সবাই তো করছে এমন দৃশ্যে অভিনয়। তাহলে আমার বেলায় আপত্তি কেন? আমাকে কী এসব দৃশ্যে ভালো লাগে না? আগে ছবিটি দেখুন। ট্রেলার থেকে কী করে বুঝে গেলেন যে গোটা ছবি জুড়ে এই সব দৃশ্য থাকবে?’
এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। এধরনের দৃশ্য না করলেও তার ছবি ইউটিউবে ছড়িয়ে দেওয়া হবে বলে অভিযোগ করেন তিনি। আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে ‘আকসার ২’। ছবিতে জেরিনের সঙ্গে অভিনয় করেছেন সুমিত মিশ্র, গুরদীপ সিং সহ আরও অনেকে। দেখে নিন জেরিনের বিরক্তি প্রকাশের ভিডিওটি

Friday, September 1, 2017

প্রসঙ্গ কুরবানীর পশু জবাইঃ

প্রসঙ্গ কুরবানীর পশু জবাইঃ

 

অনেকে পশুকে তারাতারি হত্যার জন্য জবেহের পর গলার হাড়ে ছুরি দিয়ে খুঁচা দেয়। অর্থাৎ স্পাইনাল কর্ড নষ্ট করে দেয়। এটা কি ইসলাম সম্মত?
উত্তরঃ
যেসব প্রাণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় তা হারাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন-
“তোমাদের জন্যে হারাম করা হয়েছে... যা কন্ঠরোধে মারা যায়।”
-কোরআন, সুরা মায়িদা, আয়াঃ৩
----------------------
রক্ত প্রবাহিত করা আবশ্যিক।
রাফি ইবনে খাদিজ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সঃ বলেছেন “যা রক্ত প্রবাহিত করে দেয় এবং যে প্রাণীর উপর জবেহের সময় আল্লাহর নাম নেয়া হয় তা তোমরা খেতে পার(হালাল)।”
-সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায়ঃকিতাবুল জাবিহ(Hunting, Slaghtering):: হাদিস ৪০৬
----------------------
অর্থাৎ এমন কিছু করা বৈধ নয় যা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে অথবা শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়। এজন্য উত্তমভাবে জবেহ করতে হবে। কোনভাবেই স্পাইনাল কর্ডে(গলার অস্থিতে অবস্থিত) আঘাত করা যাবে না। জবেহের সময় কেবল জাগুলার ভেইন(গলার রগ) ও শ্বাসনালী কাটতে হবে। স্পাইনাল কর্ডে আঘাত করলে কি হবে? ব্রেইনের সাথে শরীরের যোগাযোগ হয় স্পাইনাল কর্ডের মাধ্যমে। স্পাইনাল কর্ডে আঘাত করলে এই যোগাযোগ নষ্ট হয়ে যায়। আর ব্রেইনের সিগন্যাল ব্যাতিত হার্ট পাম্পিং সম্ভব নয়। এমন অবস্থায় পশু দ্রুত ফেইন্ট হয়ে যাবে,কোমায় চলে যাবে, হার্ট পাম্পিং বন্ধ হয়ে যাবে যার কারনে শরীর থেকে যথেষ্ট রক্ত বের হবে না। একইসাথে ফুসফুসও বন্ধ হয়ে যাবে। যা শ্বাসরোধ করে হত্যার মতই। এটাকে বলি বা শিরচ্ছেদের সাথে তুলনা করা যেতে পারে। অর্থাৎ এটা জায়েজ নেই। জায়েজ না হবার দলিল হল উপরে উল্লেখিত কোরআনের আয়া ও হাদিস।
----------------------
স্বাস্থ্যগত সমস্যাঃ রক্ত রোগ জীবাণুর বাহক। রক্ত ঠিকমত বাহির না হলে মাংস সহজেই নষ্ট হয়ে যায়, স্বাদ কমে যায় এবং ঠিকমত রান্না না করলে মানবদেহে রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে।
-------------------
অনেকে পশুর ছোড়াছুড়ি দেখে মনে করে এটা ব্যাথা পাচ্ছে। আসলে তা ঠিক নয়। জবেহের অল্প কিছুক্ষনের মধ্যেই এটা সেন্স হারিয়ে ফেলে। এটা তখন আর ব্যাথা পায় না। ছুড়াছুড়ি করে শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ার কারনে। এতে পেশির সংকোচন প্রসারণ ঘটে। অনেক সময় দেখবেন পশুর শরীরের কাটা অংশও নড়াচড়া করে। এটা অবশ্যই ব্যাথার জন্য নয়। বরং স্পাইনাল কর্ডে আঘাতের ফলে পশু প্রচন্ড ব্যাথা পায়।
----------------------
এই কাজের জন্য হুজুরগণ সাধারণত দুই ছুড়ি ব্যবহার করেন। একটা জবেহ করার জন্য। আরেকটি ঘাড়ের স্পাইনাল কর্ড কাটার জন্য। প্রশ্ন থাকে রাসুলুল্লাহ (সঃ) ও সাহাবিরা কি এভাবে জবেহ করতেন? বহু হাদিস থেকে আমরা জানতে পাই রাসুলুল্লাহ (সঃ) একটি ছুড়ি দিয়েই পশু জবেহ করেছেন। বুখারি ও মুসলিমে এ ধরনের প্রচুর হাদিস রয়েছে। দুই ছুড়ি দিয়ে অদ্ভুত এই জবেহের সিস্টেম কে আবিষ্কার করল? আমাদের এই ভারতীয় উপমহাদেশের মানুষ আসলেই অনেক ক্রিয়েটিভ। তারা প্রযুক্তির ক্ষেত্রে ক্রিয়েটিভ না হলেও ধর্মের ক্ষেত্রে তাদের ক্রিয়েটিভিটির তুলনা হয় না। তারা ভুলে যায় ধর্মীয় বিধানে আমাদের ক্রিয়েটিভিটির স্থান নেই। সেটাকে বলে বিদআত।
----------------------------------------------------------------------------------------
জবেহের সময় কি বলতে হবে?
জবেহের সময় আল্লাহর নাম উচ্চারণ আবশ্যিক।-(কোরআন ৬:১২১)
রাসুলুল্লাহ (সঃ) জবেহের সময় বলতেন “বিসমিল্লাহি আল্লাহু আকবার”।–বুখারী ও মুসলিম
“যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না, সেগুলো থেকে ভক্ষণ করো না; এ ভক্ষণ করা গোনাহ। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে-যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য কর, তোমরাও মুশরেক হয়ে যাবে।” -(কোরআন ৬:১২১)
আদাম ইবন আবূ ইয়াস (র) আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) দুটি সাদাকালো বর্ণের ভেড়া দ্বারা কুরবানী করেছেন। তখন আমি তাঁকে দেখতে পাই তিনি ভেড়া দুটোর পার্শ্বদেশে পা রেখে “বিসমিল্লাহি আল্লাহু আকবার” পড়ে নিজের হাতে সে দুটোকে যবাহ করেন।
-সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৬৮(কুরবানি) :: হাদিস ৪৬৫
(ইসলামিক ফাউন্ডেশন নবম খন্ড, হাদিসঃ৫১৬৭)
----------------------------------------------------------------------------------------
# পশু জবেহের ক্ষেত্রে পশুকে সবচেয়ে কম কষ্ট দেয়া এবং ছুরি ধার করে নেয়া আবশ্যকঃ
রাসুলুল্লাহ সঃ বলেন-
"...যখন জবেহ করবে তখন উত্তম পন্থায় জবেহ করবে। তোমাদের প্রত্যেকে যেন তার ছুরি ধার দিয়ে নেয় এবং তার জবেহকৃত জন্তুকে শান্তি প্রদান করে (অহেতুক কষ্ট না দেয়) ।"
সহিহ মুসলিম, চতুর্থ খন্ড হাদিস নাম্বারঃ ৪৮৯৭ ও ৪৮৯৮।
উত্তমরূপে পশু জবেহ করতে হবে।শ্বাসনালী সহ ধমনী ও শিরা কেটে দিতে হবে কিন্তু স্পাইনাল কর্ড অক্ষত রাখতে হবে।
আবদুল্লাহ ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত, রাসুল সঃ নিষেধ করেছেন শয়তানের কুরবানিকে। এটা হল পশুর গলার কিছুটা কেটেই মৃত্যুর জন্য ছেড়ে দেয়া জাগুলার ভেইন বা গলার শিরা না কেটে।
-আবু দাউদ, বইঃ১৫, হাদিস নাম্বারঃ২৮২৮
পশু জবাই করার পর সেই পশু সম্পূর্ণ মারা যাওয়ার আগেই চামড়া ছাড়ানো উচিৎ নয়।
-------------------------------
সামনে আসছে কুরবানির ঈদ। ঈদে যেন পশু কুরবানি সঠিকভাবে হয় সেজন্য প্রচার করুন যেন যারা কুরবানি করবেন তাদের কাছেও বিষয়টা পরিষ্কার হয়।
প্রয়োজনে আগে থেকেই এসব নিয়ে ভালো আলেমের সাথে আলোচনা করে নিন। 

Collected. Get all business address on Address Bangladesh

সামাজিক বৈষম্যের বেদীতে বলি এক চিত্রনায়িকা পরীমনি?

  হঠাৎ করেই চলচিত্রের নায়িকা পরীমনিকে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়েছে তার বাড়িতে। অভিযানের আয়োজন দেখে...